হবিগঞ্জে কাশফুলসহ দুই প্রতিষ্ঠানকে জরিমানা
প্রকাশিত হয়েছে : ২৩ ফেব্রুয়ারি ২০২০, ৮:৫৫ অপরাহ্ণ
সুরমা নিউজ:
খাদ্যদ্রব্যে অস্বাস্থ্যকর পরিবেশসহ বিভিন্ন অভিযোগে হবিগঞ্জে কাশফুলসহ দুইটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার সন্ধ্যায় শহরতলির ধুলিয়াখাল বিসিক শিল্প নগরী এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়। এতে নেতৃত্বে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আমীন ও শামসুদ্দিন মো. রেজা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুদ্দিন মো. রেজা জানান, বিসিক শিল্প নগরী এলাকায় কাশফুল ও হীরা বিস্কুট নামে দুইটি ব্যবসা প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণ করছিল। যা মানব দেহের জন্য অত্যন্ত ক্ষতিকর।
এরই প্রেক্ষিতে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুইটি প্রতিষ্ঠানকে ১০ হাজার করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।