ইউকে ইউথ ইন্সটিটিউট গোয়ালাবাজার ব্রাঞ্চের ফ্রি সেমিনার ৫ মার্চ
প্রকাশিত হয়েছে : ৬:০০:৩৬,অপরাহ্ন ২৩ ফেব্রুয়ারি ২০২০
সুরমা নিউজ:
সিলেটের ওসমানীনগরে ইউকে ইউথ ইন্সটিটিউট গোয়ালাবাজার ব্রাঞ্চের উদ্যোগে ২০২০ সালের এস.এস.সি ও দাখিল পরিক্ষার্থীদের নিয়ে ইংরেজি ও কম্পিউটার শিক্ষার উপর মাল্টিমিডিয়া ভিত্তিক ফ্রি সেমিনার আগামী ৫ মার্চ অনুষ্ঠিত হবে। ইউকে ইউথ ইন্সটিটিউট গোয়ালাবাজার ব্রাঞ্চ কর্তৃক আয়োজিত সেমিনারে ইংরেজি ভাষা ও কম্পিউটার শিক্ষার গুরুত্ব ও ইউকে ইউথ ইন্সটিটিউট’র পদ্ধতি সম্পর্কে ধারণা দেওয়া হবে ।
সেমিনারের তারিখ, সময় ও স্থান:
৫ মার্চ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় সাদিমহল কমিউনিটি সেন্টার, মেইন রোড,গোয়ালাবাজার।
কোন প্রকার নিবন্ধন কিংবা অর্থ প্রদান ছাড়াই যে কেউ উক্ত সেমিনারে অংশগ্রহণ করতে পারবেন বলে জানিয়েছেন ইউকে ইউথ ইন্সটিটিউট কর্তৃপক্ষ।
সেমিনার উপলক্ষ্যে ইউকে ইউথ ইন্সটিটিউটে যা থাকছে:
১) সেমিনারে অংশগ্রহণ করলেই লটারির মাধ্যমে সিলেট-ঢাকা বিমান টিকেট জেতার সুযোগ।
২) কুইজের সঠিক উত্তরদাতা লটারির মাধ্যমে পাবেন এন্ড্রয়েড ট্যাব।
৩) ২৫ টি আকর্ষনীয় পুরস্কার।
৪) সেমিনারের দিন ভর্তি হলেই ৫০% ছাড়।
৫) সেমিনারে উপস্থিত লটারির মাধ্যমে ৩জন পাবেন সম্পুর্ণ ফ্রি কোর্স করা সুযোগ।
৬) ক্লাসে ১,২ নাম্বার ছাত্র/ছাত্রী সেমিনারের দিন ভর্তি হলে সম্পূর্ণ কোর্স ফ্রি।
৭) যেকোন স্কুল/মাদ্রাসা থেকে একসাথে ৫ জন ভর্তি হলে দ্বিগুন ছাড়।
৮) ফ্রেন্ডস ও ফ্যামিলি ছাড়।