হবিগঞ্জে পুরাতন খোয়াই নদী উদ্ধারের দাবিতে নাগরিক সমাবেশ
প্রকাশিত হয়েছে : ৫:৫৬:১৬,অপরাহ্ন ২৩ ফেব্রুয়ারি ২০২০
সুরমা নিউজ:
হবিগঞ্জে পুরাতন খোয়াই নদী দ্রুত উদ্ধারের দাবিতে নাগরিক সমাবেশ হয়েছে। রোববার বিকেলে শহরের আরডিহল প্রাঙ্গণে ‘কৃত্রিম বন্যা ও জলাবদ্ধতামুক্ত হবিগঞ্জ শহর চাই’ স্লোগানে এ সমাবেশের আয়োজন করা হয়।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ শাখার আয়োজনে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সুলতানা কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাপার কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শরীফ জামিল।
সমাবেশে বক্তারা পুরাতন খোয়াই নদীর বাকি অংশ দ্রুত উদ্ধার করার দাবি জানান। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষায় খোয়াই ঝিলমিল প্রকল্প নামে যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে, তার দ্রুত বাস্তবায়নেরও দাবি করেন।
এতে বক্তারা আরো বলেন, বাপা সমগ্র বাংলাদেশে পরিবেশকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে। পরিবেশের ভারসাম্য রক্ষাই এ সংগঠনের মূল লক্ষ্য।
বাপা হবিগঞ্জ শাখার সাধারণ সম্পাদক তোফাজ্জুল সোহেলের পরিচালনায় সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রফেসর ইকরামুল ওয়াদুদ, প্রবীণ সাংবাদিক মনছুর উদ্দিন আহমেদ ইকবাল ও দৈনিক খোয়াই পত্রিকার সম্পাদক আলহাজ্ব শামীম আহসান প্রমুখ।