ওসমানীনগর ও বালাগঞ্জে দুটি কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান নির্মান করা হবে : শিক্ষামন্ত্রী
প্রকাশিত হয়েছে : ৪:৫৪:১২,অপরাহ্ন ২৩ ফেব্রুয়ারি ২০২০
বালাগঞ্জ প্রতিনিধি:
শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি বলেছেন, বালাগঞ্জ ও ওসমানীনগর উপজেলায় অচিরেই দুটি কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান নির্মান করা হবে। পাশা্পাশি ওসমানীনগর মডেল উচ্চ বিদ্যালয়ের সম্প্রসারণ কাজ করা হবে।
আজ রোববার(২৩ফেব্রুয়ারি) দুপুরে প্রবাসী বালাগঞ্জ-ওসমানীনগর এডুকেশন ট্রাস্টের বৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী আরো বলেন, শিক্ষকদের পেশাগত উন্নতির লক্ষ্যে ব্যাপক আকারে প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। আমরা কারিকুলামকে যুগোপযুগী করছি। সব মিলিয়ে শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন আমাদের প্রধান লক্ষ্য।
ট্রাস্টের সভাপতি রবিন পালের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিরুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন- সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট লুৎফুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস-সামাদ চৌধুরী, সিলেট-২ আসনের সংসদ সদস্য মোকাব্বির খান, সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিন, জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী প্রমূখ।