এবার আলোকিত ক্বোরআন প্রতিযোগিতা সিলেটে
প্রকাশিত হয়েছে : ২:৪১:০৫,অপরাহ্ন ২৩ ফেব্রুয়ারি ২০২০
সুরমা নিউজ ডেস্ক:
আগামী রমজান মাসব্যাপী ইফতারের পূর্ব মুহুর্তে বেসরকারি টেলিভিশন আরটিভি’র আয়োজনে সম্প্রচারের লক্ষ্যে অনুর্ধ্ব ১৪ বছর বয়সের ক্বোরআনে হাফেজগণের অংশগ্রহণে অন্তর্জাতিক মানের জাতীয় হিফজুল ক্বোরআন প্রতিযোগিতা “জিপিএইচ ইস্পাত আলোকিত কোরআন- ২০২০, পাওয়ার্ড বাই- ক্রাউন সিমেন্ট” এর বিভাগীয় ও জেলা পর্যায়ের সিলেট জোনের প্রাথমিক বাছাই পর্ব আনুষ্ঠিত হবে আগামী ২৫ ফেব্রুয়ারি সকাল ১১ টায় নগরীর সোবাহানীঘাটস্থ হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসায় অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষ্যে চলছে পবিত্র রমজান উপলক্ষে মাসব্যাপি আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা “জিপিএইচ ইস্পাত নিবেদিত আলোকিত কোরআন- ২০২০” পাওয়ার্ড বাই- ক্রাউন সিমেন্ট-এর অডিশনে নাম নিবন্ধনের জন্য যে কোনো মোবাইল ফোন থেকে অছ (স্পেস) প্রতিযোগির নাম (স্পেস) বিভাগের নাম লিখে পাঠিয়ে দিন ২৪১৪১ নম্বরে । যে কোনো তথ্যের জন্য ০১৭২১-২৯৪০২৫, এছাড়া আরো যোগযোগ করতে পারেন হোসাইন আহমদ সুজাদ ০১৭১৬৭৮৩২১৫ সিলেট প্রতিনিধি আর টিভি।