বিয়ানীবাজার থেকে বাদ পড়লো তিন ইউনিয়ন
প্রকাশিত হয়েছে : ১২:৫৪:১৫,অপরাহ্ন ২৩ ফেব্রুয়ারি ২০২০
সুরমা নিউজ:
বিয়ানীবাজার থানা থেকে বাদ পড়ছে আলীনগর, চারখাই ও শেওলা ইউনিয়নের একাংশ। এই তিন ইউনিয়ন যুক্ত হচ্ছে প্রস্তাবিত চারখাই থানায়। এছাড়াও জকিগঞ্জ ও কানাইঘাট থানার আরো ৬/৭টি ইউনিয়ন নিয়ে নতুন থানা চারখাই’র আত্মপ্রকাশ হতে যাচ্ছে। সম্প্রতি প্রস্তাবিত থানার জায়গা অধিগ্রহণ করার জন্য সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করেছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোহাম্মদ আবুল কালাম।
সূত্র জানায়, চারখাই থানায় বিয়ানীবাজারের এই তিন ইউনিয়ন ছাড়াও জকিগঞ্জের বীরশ্রী এবং বারহাল ইউপি এবং কানাইঘাটের সড়কের বাজার এলাকা অন্তর্ভুক্ত করা হবে। উপজেলার আলীনগর ও চারখাই ইউনিয়ন বিয়ানীবাজার উপজেলা সদর থেকে সবচেয়ে দূরবর্তী হওয়ায় এক দশক পূর্বে চারখাইয়ে পুলিশ ফাঁড়ির স্থাপনের দাবি উঠে। স্থানীয়দের দাবির প্রেক্ষিতে চারখাই ইউনিয়ন পরিষদের কয়েকটি কক্ষ নিয়ে অস্থায়ী পুলিশ ফাড়ি স্থাপন করা হয়। স্থানীয় অধিবাসীরা ইউনিয়নের বিপরীত পাশে জকিগঞ্জ সড়কের পার্শ্ববর্তী স্থানে কিছু জায়গা পুলিশ ফাঁড়ির জন্য চিহ্নিত করেন।
পুলিশ ফাঁড়ির জন্য চিহ্নিত করা ভূমি চারখাই থানার জন্য অধিগ্রহণ করা যায় কি না- এ সম্ভাব্যতা যাচাই করতে সরজমিন পরিদর্শনে আসেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল কালাম। বিয়ানীবাজারের মতো জকিগঞ্জ ও কানাইঘাট থানা থেকেও অনেক বেশি দূরত্বে অবস্থিত বীরশ্রী, বারহাল এবং সড়কের বাজার এলাকা। তাই এসব এলাকাকেও চারখাই থানায় অন্তর্ভুক্ত করা যায় কি না, তা খতিয়ে দেখছেন সংশ্লিষ্টরা। সূত্রমতে, নতুন থানা গঠন হলেও উপজেলাকেন্দ্রিক প্রশাসনিক কাজ আরো কয়েকবছর বিয়ানীবাজারে করতে হবে এই জনপদের মানুষকে। আইনশৃঙ্খলা রক্ষায় এ উদ্যোগ নেয়া হলেও আপাতত: জাতীয় এবং উপজেলা পরিষদ নির্বাচনে নতুন থাকার অধিবাসীদের পুরনো উপজেলায় থাকতে হবে।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) অবনী শঙ্কর কর বলেন, বিয়ানীবাজারের চারখাইয়ে নতুন থানা গঠনের একটি প্রস্তাবনা রয়েছে। এর আলোকে ভূমি অধিগ্রহণের সম্ভাব্যতা দেখতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সম্প্রতি সংশ্লিষ্ট এলাকা পরিদর্শনে করেছেন।