পিডিবির কাজে ইন্টারনেট সেবা বন্ধ হলে দায় নেবে না সিসিক
প্রকাশিত হয়েছে : ১২:২৫:৩৮,অপরাহ্ন ২৩ ফেব্রুয়ারি ২০২০
সুরমা নিউজ:
সিলেট সিটি করপোরেশনের বিভিন্ন এলাকায় বৈদ্যুতিক তার ভূগর্ভে স্থানান্তরের কাজ শেষ হয়েছে। এখন চলছে বিদ্যুতের খুঁটি সরানোর কাজ। কিন্তু এখন পর্যন্ত বিভিন্ন ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান খুঁটিতে ঝোলানো তার সরাতে কোনো ব্যবস্থা নেয়নি।
এ অবস্থায় কাজ করতে গিয়ে মারাত্মক দুর্ভোগ পোহাতে হচ্ছে বিদ্যুৎ বিভাগের কর্মীদের। যেখানে সেখানে পড়ে থাকতে দেখা গেছে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর তার। বারবার আলোচনা করেও না সরানোয় আগেভাগেই সতর্কতামূলক বিজ্ঞপ্তি দিয়েছে সিটি করপোরেশন কর্তৃপক্ষ। পিডিবির কাজের কারণে ইন্টারনেট সেবা বন্ধ হলে এর দায়ভার কোনোভাবেই সিটি করপোরেশন নেবে না বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এক সপ্তাহের মধ্যে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের (আইএসপি) নেশনওয়াইড টেলিকমিউনিকেশন ট্রান্সমিশন নেটওয়ার্ক (এনটিটিএন) কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। অন্যথায় ইন্টারনেট সেবা কোনোভাবে বন্ধ হলে এর জন্য সিসিককে দায়ী করা যাবে না বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সিসিক প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের আওতায় আম্বরখানা ইলেকট্রিক সাপ্লাই থেকে চৌহাট্টা পয়েন্ট এবং সিটি পয়েন্ট থেকে সার্কিট হাউস পর্যন্ত, চৌহাট্টা পয়েন্ট থেকে রিকাবীবাজার, নবাব রোড বিপিডিবির বাগবাড়ী অফিস, পূর্ব জিন্দাবাজার থেকে জেল রোড পয়েন্ট পর্যন্ত সড়কের উভয় পাশে ওভারহেড বৈদ্যুতিক তার ভূগর্ভে স্থানান্তরের কাজ শেষ হয়েছে। বৈদ্যুতিক খুঁটিতে ঝোলানো ওভারহেড তারগুলো এখনও সরানো হয়নি। এখন বিপিডিবি মনে করছে, এগুলো অপসারণ করা জরুরি।
এ অবস্থায় বারবার সতর্ক এবং বৈঠক করেও বিদ্যুতের খুঁটিতে স্থাপিত আইএসপি কেবলগুলো অপসারণ করা হয়নি। আগামী এক সপ্তাহের মধ্যে বৈদ্যুতিক খুঁটিতে ঝেলানো সব ইন্টারনেট প্রোভাইডারের তার না সরালে সিটি করপোরেশনকে কোনোভাবে দায়ী করা যাবে না।
এ ব্যাপারে সিলেট সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী রুজুল আমিন (বিদ্যুৎ) জানান, এখানে সিটি করপোরেশনের কোনো দায় নেই। অনেকেই মনে করছেন, ইন্টারনেট লাইন বিদ্যুতের খুঁটির ওপর থাকায় সিটি করপোরেশনের কোনো দায় আছে। এ কারণে নগরবাসীর মধ্যে সিটি করপোরেশনের কাজ নিয়ে প্রশ্ন দেখা দিতে পারে। তাই সিটি করপোরেশন থেকে এই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, যাতে এটি নিয়ে কোনো ধরনের বিভ্রান্তি না হয়।