আগামীকাল বালাগঞ্জ-ওসমানীনগর এডুকেশন ট্রাষ্টের বৃত্তি বিতরণ
প্রকাশিত হয়েছে : ৯:০৫:৩৪,অপরাহ্ন ২২ ফেব্রুয়ারি ২০২০
সুরমা নিউজ:
যুক্তরাজ্য প্রবাসীদের সর্ববৃহৎ সংগঠন প্রবাসী বালাগঞ্জ-ওসমানীনগর উপজেলার এডুকেশন ট্রাষ্ট। সংগঠনটি প্রতি বছর বালাগঞ্জ-ওসমানীনগরের মাধ্যমিক বিদ্যালয়ের গরীব ও মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ প্রদানের লক্ষ্যে বৃত্তি বিতরণ করে থাকে।
প্রতি বছরের ন্যায় এবারও তাই সংগঠনটি তাদের বৃত্তি বিতরণ অব্যাহত রেখেছে।
এরই ধারাবাহিকতায় রোববার (২৩ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় ওসমানীনগর উপজেলার ওসমানীনগর মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হবে এবারের বৃত্তি বিতরণ অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা করবেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ-উস-সামাদ চৌধুরী, সিলেট-২ আসনের সংসদ সদস্য মোকাব্বির খান, হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী শাহনেওয়াজ মিলাদ গাজী, সিলেট জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. নাসির উদ্দিন খান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন প্রবাসী বালাগঞ্জ-ওসমানীনগর এডুকেশন ট্রাষ্টের চেয়ারপারসন রবিন পাল।
অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানিয়েছেন প্রবাসী বালাগঞ্জ-ওসমানীনগর এডুকেশন ট্রাষ্টের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিরু।