ওসমানীনগর ব্লাড ডোনেশন সোসাইটির রক্তদান ও ফ্রী রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ১:৫৪:০৫,অপরাহ্ন ২২ ফেব্রুয়ারি ২০২০
সুরমা নিউজ:
ওসমানীনগর ব্লাড ডোনেশন সোসাইটি কর্তৃক আয়োজিত রক্তদান ও ফ্রী রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২১ফেব্রুয়ারি) উপজেলার উসমান পুর ইউনিয়নের মাদার বাজার হাফিজিয়া আলিম মাদ্রাসায় রক্তদান ও ফ্রী রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি সম্পন্ন হয়।
মাদার বাজার হাফিজিয়া আলিম মাদ্রাসার সিনিয়র শিক্ষক দেলোয়ার হোসেন কামালের সভাপতিত্বে ও ওসমানী নগর ব্লাড ডোনেশন সোসাইটির সদস্য সচিব রুমেল আহমদ’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মানবাধিকার কমিশন সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক রুবেল আহমেদ মাসুম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ওসমানী নগর ব্লাড ডোনেশন সোসাইটির আহবায়ক নাদিম হুসাইন দিপু, বাংলাদেশ মানবাধিকার কমিশন ওসমানী নগর উপজেলার সাধারণ সম্পাদক মোঃআরজু মিয়া।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, ওসমানী নগর ব্লাড ডোনেশন সোসাইটির উপদেষ্টা মণ্ডলীর সদস্য শাহবুব খাঁন, জুনাঈদ আহমদ, শেখ সুমনা, ওসমানী নগর ব্লাড ডোনেশন সোসাইটির কার্যনির্বাহী কমিটির সদস্য সাজনা বেগম, মুক্তাদির আহমেদ, উক্ত সংগঠনের সদস্য জাবের আহমেদ, জাকির আহমেদ কামিল, রাজন আহমেদ রাজ, রাবেয়া আক্তার মাহি, আরও উপস্থিত ছিলেন সোহাগ রহমান সবুজ, মহি উদ্দিন গালিব, আজিজুর রহমান ফায়সাল, সাজু মিয়া সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মাদ্রাসার শিক্ষার্থীরা।
অনুষ্ঠানের সহযোগী সংগঠন ছিল সন্ধানী ব্লাড এম এ জি ওসমানী মেডিকেল কর্মীবৃন্দ।