বাদাঘাট থেকে শিবির ক্যাডার গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ২১ ফেব্রুয়ারি ২০২০, ৯:৫৮ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সিলেটের বাদাঘাট থেকে দুর্ধর্ষ শিবির ক্যাডার সাইফুল ইসলাম সুজনকে গ্রেফতার করেছে পুলিশ। সে জকিগঞ্জ উপজেলার মাদারখাল গ্রামের ফজলুল করিমের পুত্র।
শুক্রবার বিকাল ৩ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ থানা পুলিশের একটি দল তাকে আটক করে।
তার বিরুদ্ধে জকিগঞ্জ থানায় মোট ৭টি জিআর পরোয়ানা মূলতবী রয়েছে। এছাড়া একাধিক পুলিশ এসল্ট মামলার পলাতক আসামী সে।
সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম বলেন, আটক সুজনের বিরুদ্ধে জকিগঞ্জ থানায় মোট ৭টি জিআর পরোয়ানা মুলতবী রয়েছে। এছাড়া আটক সুজন একাধিক পুলিশ এসল্ট মামলার পলাতক আসামী।