জৈন্তাপুরে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাইপন্যসহ ২ ব্যক্তি আটক
প্রকাশিত হয়েছে : ৮:৪৭:১৩,অপরাহ্ন ২১ ফেব্রুয়ারি ২০২০
সুরমা নিউজ:
সিলেট জৈন্তাপুর উপজেলার চিকনাগুল থেকে শুক্রবার সকালে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাইপন্যসহ ২ ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলে, মোগলাবাজারের মোল্লারচক এলাকার ইসমাইল হোসেনের ছেলে রাহি(২০) ও জৈন্তাপুর থানার বাঘেরখাল গ্রামের মৃত আহমদ আলীর ছেলে নাজিম (৩০)।
শুক্রবার সকালে পুলিশ চিকনাগুলের ঘাটেরচটি এলাকায় চেকপোস্ট বসিয়ে গাড়ী তল্লাশি করে ভারতীয় পণ্যসহ তাদের আটক করা হয়।
জানা গেছে, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর নির্দেশনায় ডিবি(উত্তর) এর অফিসার ইনচার্জ সাইফুল আলমের নেতৃত্বে একদল পুলিশ শুক্রবার সকাল সাড়ে ৭টায় চিকনাগুল ঘাটেরচটি এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান পরিচালনা শুরু করে।
এ সময় সিলেটগামী ঢাকা মেট্রো-ট-১৪-৭৭৮৩ ট্রাকে তল্লাশিকালে বিপুল পরিমান ভারতীয় টিস্যু কাপড়সহ তাদের দু’ জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ভারতীয় কাপড়ের বৈধ কোন কাগজপত্র দেখাতে পারে নি। পরে তাদের আটক করে জৈন্তাপুর থানায় নিয়ে যাওয়া হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।