ওসমানীনগরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা
প্রকাশিত হয়েছে : ৪:২৮:১৬,অপরাহ্ন ২১ ফেব্রুয়ারি ২০২০
ওসমানীনগর প্রতিনিধি:
সিলেটের ওসমানীনগরে উপজেলা প্রসাশনের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
২১ ফেব্রয়ারী (শুক্রবার) সকালে প্রভাত ফেরীর মাধ্যমে দিবসটি সুচনা করে সকাল ৯টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: তাহমিনা আক্তারের সভাপতিত্বে ও উপ সহকারী প্রকৌশলী মোঃ আলমগীর রেজার পরিচালনায় আনুষ্টিত সভায় বক্তব্য রাখেন ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়নুল হক চৌধুরী, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আতাউর রহমান, ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ রাশেদ মোবারক, আওয়ামীলীগ সহ সভাপতি আব্দাল মিয়া, সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আফতাব আহমদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার চক্রবর্তী, নির্বাচন আফিসার আবু লায়েছ দুলাল, পল্লী বিদুৎ সমিতির ডি জি এম, ফয়েজ উল্লা, মঙ্গল চন্ডি নিশিকান্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদ হাসান সহ আরোও অনেক।
অনুষ্টান শেষে প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র/ছাত্রীদের মাঝে তাজপুর সরকারী প্রাথমিক বিদ্য্যালয় প্রাঙ্গনে পুরুস্কার বিতরণ করা হয়।