ওসমানীনগর মহিলা আওয়ামীলীগের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
প্রকাশিত হয়েছে : ৪:২৩:২৫,অপরাহ্ন ২১ ফেব্রুয়ারি ২০২০
ওসমানীনগর প্রতিনিধি:
সিলেটের ওসমানীনগর উপজেলা মহিলা আওয়ামীলীগের পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে ২১ ফেব্রুয়ারী উপজেলা মহিলা আওয়ামীলীগের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাজপুর ডিগ্রি কলেজ শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করা হয়। এর পর শুক্রবার সকাল ১০টায় উপজেলার তাজপুর দুলিয়ারবন্দস্থ পল্লী কুটিরে মহান শহীদ দিবস উপলক্ষে উপজেলা মহিলা আওয়ামীলীগের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি মহিমা সুলতানা সুমির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুক্তা পারভীনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, যুক্তরাজ্য হলহাম্বার আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুস ছালিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুবেল আহমদ সেকেল।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, যুক্তরাজ্য কমিউনিটি নেত্রী মিহিমা সুলতানা, উপজেলা মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাজেদা ইয়াছমিন শিউলি, কোষাধ্যক্ষ জেসমিন আক্তার, প্রচার সম্পাদক সোনারা বেগম, সদস্য শামসুননাহার ডলি ও উমা পাল।
সভায় বক্তরা ১৯৫২ সালে মাতৃ ভাষা বাংলার জন্য যারা আত্মত্যাগ করেছেন তাঁরা সহ জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর নিহত পরিবারের সকল সদস্যের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।