নগরীর সুবিদবাজার থেকে যৌতুক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
প্রকাশিত হয়েছে : ৯:৫২:০৩,অপরাহ্ন ২০ ফেব্রুয়ারি ২০২০
সুরমা নিউজ:
সিলেট নগরীর সুবিদবাজার এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে যৌতুক মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯।
বুধবার (১৯ জানুয়ারি) রাত দেড়টায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, স্পেশাল কোম্পানি (সিলেট ক্যাম্প) এর পুলিশ সুপার মো. সামিউল আলম নেতৃত্বে একটি আভিযানিক দল তাকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার (২০ জানুয়ারি) গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, এসএমপি সিলেট এর কোতোয়ালী থানাধীন সুবিদবাজারের সামনে থেকে সি.আর নং-২১৫/২০২০, ধারাঃ যৌতুক নিরোধ আইন ৩ ধারা এর ওয়ারেন্টভূক্ত ১ জন পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
গ্রেপ্তারকৃত আসামির নাম ও ঠিকানা- মো. আলম আহমদ (২৮), পিতা- সাজিদ আলী সাং- বাসা নং- পূর্বাশা ২৫,আখালিয়া, থানা- কোতোয়ালী, এসএমপি, সিলেট।
গ্রেপ্তারকৃত আসামিকে এসএমপি সিলেট এর কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।