জৈন্তাপুরে ২৪ বোতল ভারতীয় মদ সহ মাদক ব্যবসায়ী আটক
প্রকাশিত হয়েছে : ৯:৪১:২০,অপরাহ্ন ২০ ফেব্রুয়ারি ২০২০
সুরমা নিউজ:
জৈন্তাপুরে গোপন সংবাদের ভিত্তিতে ২৪ বোতল ভারতীয় মদ সহ মাদক ব্যবসায়ী মো. আব্দুল্লাহ (৪৫) নামের একজনকে আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাতে উপজেলার দরবস্ত ইউনিয়নের ভিতরগ্রামের সাকিনের জনৈক আব্দুল্লাহর বাড়ীর উত্তর পাশে খড়ের ঘর হইতে ২৪ বোতল মদ সহ তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর মডেল থানা এস.আই মোফাকারুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার দরবস্ত ইউনিয়নের ভিতরগ্রামে অভিযান চালিয়ে অফিসার চয়েস ২৪ বোতল ভারতীয় মদ সহ দরবস্ত ইউনিয়নের ভিতর গ্রামের মৃত ছিফত উল্লাহ’র ছেলে মো. আব্দুল্লাহ কে আটক করে থানায় নিয়ে আসে। সে পেশাদার একজন মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনের ৩৬(১) এর ২৪(খ) ধারায় মামলা করা হয়েছে। যার মামলা নং ১৩ তারিখ- ২০/০২/২০২০।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, জৈন্তাপুরকে মাদক মুক্ত সমাজ গড়ার জন্য আমি অঙ্গীকার বদ্ধ। উপজেলার সর্বস্তরের জনসাধারণকে মাদক মুক্ত সমাজ ঘটনের জন্য সকলের সহযোগিতা চান এবং মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখেছেন। আটককৃতকে আদালতে প্রেরণ করা হয়েছে।