মরহুম আব্দুল জব্বার এমপিকে ২১শে পদক পুরস্কারে ভূষিত
প্রকাশিত হয়েছে : ৫:২৭:৪০,অপরাহ্ন ২০ ফেব্রুয়ারি ২০২০
স্বপন দেব, মৌলভীবাজার:
বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সংগ্রামে অসামান্য অবদানের জন্য এবারের একুশে পদকে নির্বাচিত হয়েছেন মরহুম জননেতা আব্দুল জব্বার (মরণোত্তর)। কুলাউড়ার রাজনীতির ইতিহিসে তিনি কিংবদন্তি ও অপ্রতিদ্বন্দ্ধী। এখন বুর্জোয়া, লোভী ধনীক নেতাদের পাশেও মাটি ও মানুষের নেতা বলে চাটুকারির মৌসুম চলছে। তার বিপরীতে মরহুম আব্দুল জব্বার ছিলেন প্রকৃতপক্ষেই মাটিলগ্ন মানুষের নেতা। কাঁদামাটির গন্ধ গায়ে মেখে একেবারে সাধারণ অবস্হা থেকে তিনি নেতৃত্বের শিখরে ওঠে আসেন।
যখন ডাক এসেছিল,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে ফসলের মাঠ ছেড়ে অস্ত্র হাতে ঝাঁপিয়ে পড়েন মুক্তিযুদ্ধে।স্বাধীনতার পর ফিরে এসে দেশ পুনর্গঠনে নিরলসভাবে কাজ করে গেছেন।ছিলেন সংসদ সদস্য,উপজেলা চেয়ারম্যান,কৃষক লীগের কেন্দ্রীয় সভাপতি। তিনি আমৃত্যু কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
জননেত্রী শেখ হাসিনা জব্বার পরিবারের সুযোগ্য পুত্র আবু জাফর রাজুকে মাননীয় প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার নির্বাচিত করেন। আসম কামরুল ইসলাম কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ইতিহাসের ফিনিক্স পাখির মতো বারবার ফিরে আসেন আব্দুল জব্বার।
তবে একজন আব্দুল জব্বার সকল সম্মাননার উর্ধ্বে। তাঁর মতো করে কেউ কুলাউড়ার মানুষের মন জিততে পারেনি।রাতবিরেতে মানুষের বিপদে ছুটে যাওয়া,ফসলের মাঠ থেকে মাটির গন্ধ নিয়ে মানুষের অধিকার আদায়ের মিছিলে নেতৃত্ব দেয়া মরহুম আব্দুল জব্বার।তিনি,তাঁর উত্তরাধিকার কুলাউড়ার রাজনীতিতে ছিল,আছে,থাকবে। একুশে পদক এই বার্তাটি দিয়ে গেল।