সুনামগঞ্জে বাড়ি থেকে বেরিয়ে বৃদ্ধ নিখোঁজ, গর্তে মিললো লাশ
প্রকাশিত হয়েছে : ১২:৫৪:১৬,অপরাহ্ন ২০ ফেব্রুয়ারি ২০২০
সুরমা নিউজ:
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় হাওরের ফসল রক্ষা বাঁধের(পিআইসির)গর্ত থেকে আবুল কাশেম নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।
তিনি স্থানীয় সুরমা ইউপির পশ্চিম টিলাগাঁও গ্রামের সাছুদ্দিন মুন্সির ছেলে।
জানা যায়, বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে পুলিশ উপজেলার কনসখাই হাওরের ২৬ নম্বর পিআইসির খাসিয়ামারা নদীর ফসল রক্ষা বাঁধ এলাকায় একটি গর্ত থেকে আবুল কাশেমের লাশ উদ্ধার করে। নিহত আবুল কাশেম গত দুই বছর ধরে চক্ষু ও মানসিক রোগে ভুগছিলেন। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হন। এরপর আর বাড়ি ফিরেননি তিনি।
দোয়ারাবাজার থানার ওসি আবুল হাশেম বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।