বাহুবলে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত
প্রকাশিত হয়েছে : ৬:২৫:১২,অপরাহ্ন ১৯ ফেব্রুয়ারি ২০২০
সুরমা নিউজ:
হবিগঞ্জের বাহুবলে ট্রেনে কাটা পড়ে আকাশ নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার দুপুরে উপজেলার রশীদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আকাশ উপজেলার কামাইছড়া চা-বাগান এলাকার যোগেশের ছেলে।
শ্রীমঙ্গল রেলওয়ে থানার এএসআই মো. তালেব হোসেন জানান, দুপুরে রেললাইনের ওপর দিয়ে হাঁটছিলেন আকাশ। এ সময় সিলেট থেকে আসা চট্টগ্রামগামী পাড়াবত এক্সপ্রেসের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে।
তিনি আরো জানান, নিহতের মাথা ও হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছে।