পৃথিবীতে আলো দেখেই ‘বিরক্ত’ নবজাতক, ছবি ভাইরাল
প্রকাশিত হয়েছে : ৫:৩৩:০২,অপরাহ্ন ১৯ ফেব্রুয়ারি ২০২০
সুরমা নিউজ ডেস্ক:
খনো নাড়ি কাটা হয়নি। মায়ের পেট থেকে বেরোলেন অদ্ভুত মুখভঙ্গি নিয়ে। সম্প্রতি সামাজিক মাধ্যমে সদ্য ভূমিষ্ঠ একটি শিশুর অদ্ভুত মুখভঙ্গির একটি ছবি ভাইরাল হয়েছে। ভিন্ন ভিন্ন ক্যাপশন নিয়ে ছবিটি ঘুরে বেড়াচ্ছে নেট দুনিয়া।
ছবিটিতে দেখা গেছে, সিজারিয়ান শিশুটিকে মায়ের পেট থেকে বের করার পরই কঠিন দৃষ্টিতে তাকিয়ে আছে ডাক্তার আর নার্সদের দিকে। যেন বেশ বিরক্ত সে। আরামের ঘুম থেকে টেনে তোলা হয়েছে তাকে!
কেউ কমেন্ট করেছেন,
তবে ছবিটি কোন হাসপাতাল এমনকি কোন দেশের সে সম্পর্কে কিছুই জানা যায়নি।