আন্তঃজেলা ডাকাত সর্দার শিশু নবীগঞ্জ পুলিশের খাচায়
প্রকাশিত হয়েছে : ১৯ ফেব্রুয়ারি ২০২০, ১২:৩০ পূর্বাহ্ণ
সুরমা নিউজ:
নবীগঞ্জে আন্তঃজেলা ডাকাত চক্রের অন্যতম হোতা শিশু মিয়াকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়। পরে মঙ্গলবার দুপুরে তাকে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, উপজেলার বাউশা ইউনিয়নের হরিধরপুর গ্রামের ময়না মিয়ার পুত্র শিশু (৪০) মিয়াকে দীর্ঘদিন ধরে খোঁজার পর সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।
থানার ওসি মো. আজিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে হয়েছে। তার বিরুদ্ধে প্রায় একডজন মামলা রয়েছে। কয়েকটি মামলায় সে পলাতক ছিল।