নগরীর সুরমা মার্কেট পয়েন্ট থেকে দুর্ধর্ষ ছিনতাইকারী গ্রেপ্তার
প্রকাশিত হয়েছে : ১১:৪৫:০৮,অপরাহ্ন ১৮ ফেব্রুয়ারি ২০২০
সুরমা নিউজ:
সিলেট নগরীর সুরমা মার্কেট পয়েন্ট থেকে আব্দুল হালিম (৫২) নামে ১ দুর্ধর্ষ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সোবহানীঘাট পুলিশ ফাঁড়ীর ইনচার্জ এসআই বিমল চন্দ্র দে’র নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে। আটক ছিনতাইকারী তাহিরপুর উপজেলার ইসলামপুর গ্রামের (বর্তমানে- মিতালী খারপাড়া, সিলেট) মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।
পুলিশ জানায়, গত ১৫ ফেব্রুয়ারি দুপুরে ধোপাদিঘীরপাড়স্থ ওসমানী স্মৃতি জাদুঘরের বিপরীতে আছমা হোটেলের সামনে ১ লক্ষ ১৬ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনায় ভিকটিম মশিউর রহমান বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় মামলা এজাহার দায়ের করলে এর প্রেক্ষিতে আব্দুল হালিম নামের ওই ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়।
এজাহার নামীয় আসামী আব্দুল হালিমকে বিজ্ঞ আদালতে সোপর্দ হয়েছে।