জকিগঞ্জে পাঁচ দিনব্যাপী বই মেলার উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ১৮ ফেব্রুয়ারি ২০২০, ১০:০৯ অপরাহ্ণ
সুরমা নিউজ:
অমর একুশের চেতনাকে সামনে রেখে জকিগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মঙ্গলবার পাঁচ দিনের ১৬তম অমর একুশে চেতনায় বইমেলা শুরু হয়েছে। মেলা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজন কুমার সিংহ, পৌর মেয়র মো.খলিল উদ্দিন, জকিগঞ্জ থানার ওসি মীর মো. আব্দুন নাসেরসহ অতিথিবৃন্দ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজন কুমার সিংহের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোস্তাকিম হায়দার, ইউনিয়ন চেয়ারম্যান খলিলুর রহমান, টাউন ক্লাবের সাবেক সভাপতি এম এ মালেক, জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি কুতুব উদ্দিন, বই মেলার সংগঠক আব্দুল আহাদ, সমাজসেবী কাজী হিফজুর রহমান, সংগঠক জাফরুল ইসলাম, কবি হাবিবুল্লাহ মিছবাহ প্রমুখ।
বই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে স্কুল, কলেজের শিক্ষক, শিক্ষাথী,লেখকবৃন্দ উপস্থিত ছিলেন। মেলায় ১২টি স্টল রয়েছে। বই মেলার অন্যতম উদ্যোক্তা আব্দুল আহাদ জানান, উপজেলা প্রশাসনের আয়োজনে এবং জকিগঞ্জ পুস্তক বিক্রেতা সমিতির সহযোগিতায় এবারের মেলা অনুষ্ঠিত হচ্ছে। ২০০৪ সাল থেকে এ মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। মেলায় প্রতিদিন বিকেলে সাংস্কৃতিক পরিবেশনা থাকবে। মেলা শেষ হবে ২১ ফেব্রুয়ারি।