জামেয়া ইসলামিয়া ফিরোজা বাগ মাদ্রাসার শিক্ষক, সাংবাদিক জাগির হোসেন’র বিদায়ী অনুষ্টান
প্রকাশিত হয়েছে : ১০:০৩:১৩,অপরাহ্ন ১৮ ফেব্রুয়ারি ২০২০
বালাগঞ্জ প্রতিনিধি:
সিলেটের বালাগঞ্জ উপজেলা সদরের ঐতিহ্যবাহী জামেয়া ইসলামিয়া ফিরোজা বাগ মাদ্রাসার সুনামধন্য শিক্ষক, সাংবাদিক জাগির হোসেন’র বিদায়ী অনুষ্টান হয়েছে আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে।
বিদায়ী সংবর্ধনা অনুষ্টানের সভাপতি জামেয়ার মুহতামিম মাওঃ আব্দুল মালিক(দাঃবাঃ) সঞ্চালনা করে জামেয়ার শিক্ষা সচিব মাও ফয়েজ আহমদ। অনুষ্টানের শুরুতে পবিত্র কোরআনে পাক থেকে দেলাওয়াত করেন জামেয়ার ছাত্র হাফিজ মাহফুজুর রহমান।
অনুষ্টানে শিক্ষক প্রতিনিধি থেকে বক্তব্য দেন, জামেয়ার শিক্ষা সচিব মাও ফয়েজ অাহমদ ও জামেয়ার শিক্ষক কামাল উদ্দিন(বাহুবলী)।
পরিশেষে বিদায়ী শিক্ষক জাগির হোসেন বক্তব্য প্রদান করে,কোরঅানের অালোতে কিছু কথা বলে দোয়া করেন আজকের অনুষ্টানের সভাপতি,মাদ্রাসার মুহতামিম মাওঃ আব্দুল মালিক (দা:বা:)।
অনুষ্টানে উপস্থিত ছিলেন, জামেয়ার শিক্ষক মাও: আবুল কালাম, মাও: ফখরুল ইসলাম ফারুক, মাও: আলী আজগর, মাও: জুনায়েদ আহমদ, মাও: শিব্বির আহমদ নোমান সহ জামেয়ার শিক্ষার্থীবৃন্দ।
উল্লেখ্য,জামেয়া ইসলামিয়া ফিরোজা বাগ মাদ্রাসার শিক্ষক পদে গত ০৪ নভেম্বর ২০১৭ খ্রিষ্টাব্দে যোগদান করেন।