সিলেট থেকে ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ৬:৩৬:৩১,অপরাহ্ন ১৮ ফেব্রুয়ারি ২০২০
সুরমা নিউজ:
সিলেটের এসএমপির দক্ষিণ সুরমা থানা রেল স্টেশন এলাকা থেকে ওয়ারেন্টভুক্ত এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে র্যাব-৯।
১৭ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০ টায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১ (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দক্ষিণ সুরমার রেল স্টেশন এলাকা থেকে আসামীকে গ্র্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীর নাম মোঃ রাজু মিয়া (২৫)। তিনি ব্রাম্মনবাড়িয়ার নবীনগর থানার গোপালপুর গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি দক্ষিণ সুরমার লাউয়াই জামাল মিয়ার কলোনীতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন।
গ্রেফতারকৃত আসামীকে এসএমপির দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার মো. সামিউল আলম।