শ্রীমঙ্গলে যক্ষা রোগ প্রতিরোধে শীর্ষক মতবিনিময় সভা
প্রকাশিত হয়েছে : ১৮ ফেব্রুয়ারি ২০২০, ২:৩৮ অপরাহ্ণ
শ্রীমঙ্গল প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যক্ষা রোগ প্রতিরোধে জনপ্রতিনিধিদের ভূমিকা শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জাতীয় যক্ষা নিরোধ সমিতি নাটাব শ্রীমঙ্গলের আয়োজনে সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শ্রীমঙ্গলের গ্র্যান্ড তাজ রেষ্টুরেন্টে এই মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার মোট ৩০ জন মহিলা সদস্য ও নারী নেত্রী উপস্থিত ছিলেন।
এতে অতিথি হিসেবে উপস্থিত থেকে যক্ষা রোগ প্রতিরোধ ও নিরাময়ে করণীয় বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা তুলে ধরেন প্রাক্তন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ হরিপদ রায়, যক্ষা রোগের চিকিৎসক ডাঃ দীবাকর সিংহ ও হীড প্রতিনিধি পঞ্চম কৈরি। অনুষ্ঠান পরিচালনা করেন নাটাব সাধারণ সম্পাদক জহর তরফদার।
এছাড়াও অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিতালি দত্ত, নাটাব কেন্দ্রীয় প্রতিনিধি সুমন চৌধুরী ও মোঃ কাওছার ইকবাল প্রমুখ। সভায় প্রশ্ন উত্তর পর্বে যক্ষা রোগ প্রতিকার ও প্রতিরোধে করণীয় বিষয়ে উপস্থিত জনপ্রতিনিধি ও নারীনেত্রীরা সম্যক ধারণা লাভ করেন।