অবৈধ ভর্তি ফি’র প্রতিবাদে জৈন্তাপুরে মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ১২:১৭:৩৪,অপরাহ্ন ১৮ ফেব্রুয়ারি ২০২০
সুরমা নিউজ:
সেন্ট্রাল জৈন্তা উচ্চ বিদ্যালয়ের কর্তৃপক্ষ কর্তৃক অবৈধ ভাবে ভর্তি ফি, বেতন আদায় ও এসএসসি পরীক্ষার্থীর প্রবেশ প্রত্র না পাওয়ার প্রতিবাদে জৈন্তাপুর উপজেলার দরবস্ত ত্রিমুখীতে মানববন্ধন পালন করে এলাকাবাসীর পক্ষে সচেতন নাগরিক সমাজ।
গতকাল সোমবার দুপুর ২টায় আব্দুর রশিদ ফেড়াই মিয়ার সভাপতিত্বে ও খলিলুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন- সেন্ট্রাল জৈন্তা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার উত্তরাধিকারী অভিভাবক মনহর মামুন, অভিভাবক আবু বক্কর সিদ্দিক রায়হান, মাসুম আহমদ, সমছুর উদ্দিন, মনফর আলী, হরমুজ মিয়া, বশির আহমদ, আমান উল্লাহ আমান, আতাব উদ্দিন, মাসুক আহমদ প্রমুখ।