সুনামগঞ্জে এ যেন মরণ ফাঁদ!
প্রকাশিত হয়েছে : ৯:১৩:০৯,অপরাহ্ন ১৭ ফেব্রুয়ারি ২০২০
সুরমা নিউজ:
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে লালিগাঙের খালের উপর ৩০ বছর পূর্বে ছোট সেতু নির্মাণ করা হয় জনসাধারণের সুবিধা জন্য। কিন্তু এই ব্রিজটির পিলার, রেলিং ও সংযোগ সড়ক না থাকায় এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে।
কলাইয়া, সংগ্রামপুর গ্রামসহ কয়েকটি গ্রামের মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এই সেতুর উপর দিয়ে গত দশ বছর ধরে শত শত মানুষ ও ছোট আকারের যানবাহন চলাচল করছে।
যেকোনও সময় সেতুটি ধসে পড়ার আশঙ্কা করছেন এলাকাবাসী। বার বার স্থানীয় এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানালেও কানেই তুলছে না। ফলে তাদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। ঝুঁকিপূর্ণ সেতু ভেঙে নতুন সেতু নির্মাণের দাবি এলাকাবাসীর।
জানা যায়, উপজেলার রক্তি নদীর পাশে অবস্থিত সংগ্রামপুর। এই গ্রামের ভেতর দিয়ে লালিগাঙের খাল প্রবাহিত হয়ে রক্তি নদীতে মিলিত হয়েছে। গ্রামের মসজিদের পাশে এ খালের উপর সেতু নির্মাণ করা হয় প্রায় ৩০ বছর আগে। দীর্ঘ ১০ বছর ধরে ঝুঁকি নিয়ে চলাচল করছে এলাকার মানুষ ও যানবাহন।
আরও জানা গেছে, সেতুর নিচে মধ্যের অংশ ফাউন্ডশনে মাটি নেই। সেতু একাধিক খুঁটি ক্ষয় হয়ে গেছে। সেতুর উপর উভয় পাশের রেলিং ভেঙে পড়েছে খালে। কিছু রেলিংয়ের অংশ ভেঙে ঝুলে আছে। সেতুতে উঠানামার সংযোগ সড়কে মাটি নেই। এ অবস্থায় প্রতিদিন এই সেতু দিয়ে চাকুরিজীবী, শিক্ষক, শিক্ষার্থী, রোগী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ চলাচল করছে জীবনের ঝুঁকি। সংগ্রামপুর গ্রামের বাসিন্দা আমির মিয়া জানান, সংগ্রামপুর গ্রামের সেতুটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ। এই অবস্থায় মানুষ ও যানবাহন চলাচল করছে প্রতিদিন। যেকোনও সময় দুর্ঘটনা ঘাটার আশঙ্কা রয়েছে।
সামারকান্দি গ্রামের বাসিন্দা এরশাদ বলেন, আমাদের গ্রামের লোকজনও বিভিন্ন সময় সংগ্রামপুর গ্রামের এই সেতু দিয়ে চলাচল করেন। সেতুটি যেমন ঝুঁকিপূর্ণ, তেমন বেহাল অবস্থা। যেকোনও সময় ধসে যেতে পারে। তাই নতুন সেতু নির্মাণ জরুরি প্রয়োজন।
বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সমীর বিশ্বাস জানান, এ বিষয়ে খোঁজ-খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।