সুনামগঞ্জে ১৩ ভারতীয় গরু ফেলে পালাল পাচারকারীরা
প্রকাশিত হয়েছে : ১৭ ফেব্রুয়ারি ২০২০, ৫:৪৫ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সুনামগঞ্জের মধ্যনগরে রংপুর নামক স্থানে রোববার রাতে ১৩টি ভারতীয় গরু রেখে পালিয়েছে পাচারকারীরা।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩১ ব্যাটালিয়নের জোয়ানরা গরুগুলো উদ্ধার করে সোমবার সকালে নেত্রকোনা কাস্টমস্ অফিসে হস্তান্তর করেছে।
বিজিবি ৩১ ব্যাটালিয়ন, নেত্রকোনার উপ-অধিনায়ক মেজর নুরুদ্দীন মাকসুদ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার উত্তর বংশীকুন্ডা ইউপির মোহনপুর বিওপি’র নায়েক সুবেদার মো. আব্দুর রব হাওলাদারের নেতৃত্বে বিজিবি একটি টহল দল রোববার গভীর রাতে সীমান্ত এলাকায় টহল দিচ্ছিল। এ সময় ভারতীয় সীমান্ত ১১৮৮/২ এস নং মেইন পিলার হতে ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রংপুর নামক এলাকা দিয়ে ১৩টি ভারতীয় গরু পাচারের চেষ্টা করা হচ্ছিল। বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা গরুগুলো ফেলে পালিয়ে যায়।