গোয়াইনঘাটে ৬৭ বোতল বিদেশী মদসহ দুই বিক্রেতা আটক
প্রকাশিত হয়েছে : ১০:৩৬:৪৫,অপরাহ্ন ১৬ ফেব্রুয়ারি ২০২০
সুরমা নিউজ:
সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাটের আহারকান্দি বাজার থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাব। এসময় তাদের কাছ থেকে ৬৭ বোতল বিদেশী মদও উদ্ধার করা হয়েছে। জব্দ করা হয়েছে ব্যবহৃত মোটরসাইকেল এবং তিনটি মোবাইল ফোনও।
শনিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক দু’জন হচ্ছেন- উপজেলার ভাদেশ্বর গ্রামের ময়না মিয়ার ছেলে কয়েস আহমদ (১৮) ও একই গ্রামের হাবিবুর রহমানের ছেলে রহিম উদ্দিন (১৮)।
উদ্ধারকৃত মদ তাদের দু’জনকে সিলেট জেলা পুলিশের গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-০৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মো. সামিউল আলম।