চুনারুঘাটে চা শ্রমিক খুন, আটক ২
প্রকাশিত হয়েছে : ৫:৫০:৩৭,অপরাহ্ন ১৬ ফেব্রুয়ারি ২০২০
সুরমা নিউজ:
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি চা বাগানের বাজার টিলা এলাকায় খোকন সাওতাল (৩০) নামে এক চা শ্রমিক খুন হয়েছে।
এলাকাবাসী জানায়, শনিবার দিবাগত রাত ৩টায় নিহত চা শ্রমিকের বসত ঘরে এলোপাতাড়ি আক্রমণ করে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চা বাগান অফিসে নিয়ে আসলে খোকন মারা যায়।
চুনাররুঘাট থানা পুলিশ রবিবার সকালে এ ঘটনার সাথে ছড়িত থাকার সন্দেহে দুই চা শ্রমিককে আটক করেছে। আটককৃতরা হলো একই বাগানের কার্তিক বণিক (২৮) ও রাজেশ বণিক (৩০)। চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। আটককৃতরা থানা হেফাজতে আছে। পুলিশ লাশ উদ্ধার করে হবিগঞ্জ মর্গে পাঠিয়েছে।