সিলেটে এসে পৌছেছেন মুহিত-মোমেন
প্রকাশিত হয়েছে : ১৫ ফেব্রুয়ারি ২০২০, ১:৪১ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সিলেটে এসে পৌছেছেন বাংলাদেশ আ’লীগের উপদেষ্টা ও সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।
আজ শনিবার সকালে তারা সিলেট এম.এ.জি ওসমানী বিমানবন্দরে পৌছলে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা শুভেচ্ছা জানান।
এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আশফাক আহমদ, সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি, মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সাধারণ সম্পাদক মুসফিক জায়গীরদার সহ নেতৃবৃন্দ।