কানাডা সরকারের সহযোগিতা চাইলেন মেয়র আরিফ
প্রকাশিত হয়েছে : ১৪ ফেব্রুয়ারি ২০২০, ৯:২৫ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাত করেছেন ঢাকাস্থ কানাডার হাই কমিশনের প্রতিনিধি দল।
বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে সম্মেলন কক্ষে সৌজন্য সাক্ষাতে সিলেট সিটি করপোরেশনের উন্নয়ন ও নাগরিক সেবা নিয়ে চলামান কথা বলেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী।
তিনি সিলেট তথা বাংলাদেশের নাগরিক সেবাখাতে সহযোগিতার জন্য কানাডা সরকারের প্রতি আহবান জানান
জবাবে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সর্ম্পকে বজায় রেখে নাগরিক সেবার মানোয়নে কানাডা সহযোগিতার হাত বাড়িয়ে দিবে বলে জানান ঢাকাস্থ কানাডার হাই কমিশনের সেকেন্ড সেক্রেটারি এন্ড ভাইস-কনসাল আন্দ্রেয়া ল্যাপয়েন্ত।
এসময় উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর তৌফিক বকস লিপন, কাউন্সিলর ইলিয়াসুর রহমান, কাউন্সিলর রকিবুল ইসলাম ঝলক, কাউন্সিলর ছয়ফুল আমীন বাকের ও সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী।