ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীর তীরে ময়লা-আবর্জনা পরিচ্ছন্নতা অভিযান
প্রকাশিত হয়েছে : ১২:৫৩:১০,অপরাহ্ন ১৪ ফেব্রুয়ারি ২০২০
সুরমা নিউজ:
সিলেটের ফেঞ্চুগঞ্জের কুশিয়ারা নদীর তীরে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে নামেন ‘ক্লিন ফেঞ্চুগঞ্জ’ নামে একটি সেচ্ছাসেবী সংগঠন।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে উপজেলার নদী তীরবর্তী পূর্ববাজার খেয়াঘাট এলাকায় নদীর পাড়ে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়। চলে দুপুর ২টা পর্যন্ত। এতে অংশ নেন ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এসএম জাহিদুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, ফেঞ্চুগঞ্জ বাজার ইজারদার জুয়েল আহমদ, ক্লিন ফেঞ্চুগঞ্জ এডমিন প্যানেলের সদস্য নাইমুল ইসলাম ,সাংবাদিক আসিফ ইকবাল ইরন, আশরাফুল ইসলাম লিমন, আব্দুস সালাম তালুকদার, ওয়াহিদুল ইসলাম তফাদার, ইকবাল আহমদ লিমন, জুবেল আহমদ, আব্দুল হামিদ, সামি হায়দার, কামরুজ্জামান প্রমুখ।
‘ক্লিন ফেঞ্চুগঞ্জ’ গ্রুপের সদস্য নাইমুল ইসলাম বলেন, এর আগে গত ১লা ফেব্রুয়ারি দিনব্যাপী ফেঞ্চুগঞ্জ মধ্য বাজার খেয়াঘাট এলাকায় প্রথম বর্জ্য পরিষ্কার অভিযান কার্যক্রম শুরু করি আমরা। নাঈম বলেন, মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে। আগামী ২১ ফেব্রুয়ারি আবারও পরিষ্কার অভিযানে নামবে ক্লিন ফেঞ্চুগঞ্জ গ্রুপ।