ছাতকে আগুনে দু’টি ঘর পুড়ে ছাই, ৪লক্ষাধিক টাকার ক্ষতি
প্রকাশিত হয়েছে : ১৩ ফেব্রুয়ারি ২০২০, ৬:০৭ অপরাহ্ণ
সুরমা নিউজ:
ছাতকে অগ্নিকান্ডে বসতঘরসহ দু’টি ঘর ভস্মীভূত হয়েছে। এতে নগদ টাকা, স্বর্ণালঙ্কার, ধান, গৃহপালিত ছাগল, ভেড়া ও আসবাবপত্র পুড়ে প্রায় ৪লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে।
বুধবার গভীর রাতে উপজেলার কালারুকা ইউনিয়নের করছখালী গ্রামের সিরাজ আলীর বসতঘর ও পার্শ্ববর্তী মৃত আবদুল মছব্বিরের ধান রাখার বাংলা ঘরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ সিরাজ আলী ও মৃত আবদুল মছব্বিরের স্ত্রী জুছনা বেগম জানান, প্রতিদিনের মতো বুধবার রাতের খাবার খেয়ে পরিবারের লোকজন ঘুমিয়ে পড়েন।
গভীর রাতে হঠাৎ বসতঘরের চারিদিকে আগুন দেখতে পেয়ে পরিবারের সদস্যদের নিয়ে দ্রুত ঘর থেকে তারা বেরিয়ে পড়েন। কিন্তু মুহুর্তের মধ্যে বসতঘর ও বাংলা ঘরে থাকা নগদ টাকা, ধান, স্বর্নালঙ্কার, গৃহপালিত ছাগল, ভেড়া ও আসবাবপত্র পুড়ে গিয়ে প্রায় ৪লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়।
তাদের অভিযোগ রাতের আধাঁরে দূর্বৃত্তরা পেট্রোল ঢেলে দিয়ে অগ্নিকান্ড ঘটিয়েছে। খবর পেয়ে রাতেই দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রন করেন। পরে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।