পুরাকীর্তির তালিকায় সুনামগঞ্জের জমিদার বাড়ি
প্রকাশিত হয়েছে : ১৩ ফেব্রুয়ারি ২০২০, ৫:২৭ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও জমিদার বাড়ি সরকারের সংরক্ষিত পুরাকীর্তির তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
বুধবার দুপুরে জমিদার বাড়ি পরিদর্শন শেষে এ তথ্য জানান প্রত্নতত্ত্ব অধিদফতর চট্টগ্রাম ও সিলেট বিভাগের আঞ্চলিক পরিচালক ড. মো. আতাউর রহমান।
তিনি বলেন, স্থাপত্য ও ঐতিহ্য বিবেচনায় পাইলগাঁও জমিদার বাড়ি জাতীয় ঐতিহ্যের অংশ হওয়ার দাবি রাখে। ঐতিহাসিক এ জমিদার বাড়ি পুরাকীর্তির তালিকায় অন্তর্ভূক্ত করায় পর্যটন বিকাশের সম্ভাবনা বেড়েছে।
এ সময় উপস্থিত ছিলেন প্রত্নতত্ত্ব অধিদফতর চট্টগ্রাম ও সিলেট বিভাগের আঞ্চলিক পরিচালকের কার্যালয়ের ফিল্ড অফিসার মো. শাহীন আলম, গবেষণা সহকারী মো. ওমর ফারুক, সার্ভেয়ার চাইথোয়াই মার্মা, পটারি রেকর্ডার মো. ওমর ফারুক, পাইলগাঁও ইউপির প্যানেল চেয়ারম্যান মো. শাহান আহমদ, জগন্নাথপুর উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মোনায়েম খান, পাইলগাঁও ও রানীগঞ্জ ইউপি ভূমি অফিসের উপ-সহকারী কর্সকর্তা জহুর আহমদ প্রমুখ।