এ এফ মুজিবুর রহমান স্বর্ণপদক পাচ্ছেন শাবির তিন শিক্ষার্থী
প্রকাশিত হয়েছে : ৫:১৫:২০,অপরাহ্ন ১৩ ফেব্রুয়ারি ২০২০
সুরমা নিউজ:
কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশন স্বর্ণপদক পাচ্ছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী। বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. গোলাম আলী হায়দার চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, স্নাতক, স্নাতকোত্তর (সাধারণ) ও স্নাতকোত্তর (থিসিস) ক্যাটাগরিতে গণিত বিভাগের তিন শিক্ষার্থীকে এ গোল্ড মেডেল প্রদান করা হচ্ছে। এর মধ্যে স্নাতক ক্যাটাগরিতে ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফাহমিদা আফরোজ, স্নাতকোত্তর (সাধারণ) ক্যাটাগরিতে ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শামিমা নাসরিন ও স্নাতকোত্তর (থিসিস) ক্যাটাগরিতে ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. সাদেকুর রহমান রনি মনোনীত হয়েছেন।
এ বিষয়ে অনুষ্ঠানের আহ্বায়ক ও গণিত বিভাগের অধ্যাপক মো. শাহ নুর জানান, আগামী ১৬ ফেব্রুয়ারি সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে এ পুরস্কার তুলে দেওয়া হবে। এ সময় গণিত বিভাগের প্রধান অধ্যাপক ড. গোলাম আলী হায়দারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যারয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. রাশেদ তালুকদার ও এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক তন্দ্রা চাকমা।