সিলেটে ওয়াজ মাহফিল থেকে ফেরার পথে তরুণীকে গণধর্ষণ, ২জন জেলে
প্রকাশিত হয়েছে : ২:৪৮:১৬,অপরাহ্ন ১৩ ফেব্রুয়ারি ২০২০
সুরমা নিউজ :
সিলেটে গ্রেফতার হওয়া গণধর্ষণ মামলার দুই আসামীকে জেল হাজতে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার তাদেরকে আদালতে হাজির করে জেল হাজতে পাঠানো হয়। বুধবার রাত আড়াইটার দিকে জালালাবাদ থানার গালিমশাহ ও ভগতিপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছিল।
গ্রেফতারকৃতরা হলো- গালিমশাহ গ্রামের মাসুক মিয়ার ছেলে আবদুল কাদির বাদশাহ (২৫) ও ভগতিপুর গ্রামের মৃত মতলিব আলীর ছেলে মুহিবুর রহমান (৩০)।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) জেদান আল মুসা জানান, গত ৪ ফেব্রুয়ারি রাতে স্থানীয় একটি ওয়াজ মাহফিল থেকে ফেরার পথে খসরপুর গ্রামের একটি মাঠে গণধর্ষনের শিকার হন এক তরুণী।
এ ঘটনায় গত বুধবার ৬ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন ধর্ষিতার বাবা। পরে অভিযান চালিয়ে পুলিশ দুইজনকে গ্রেফতার করে। বাকি আসামীদেরও গ্রেফতারে পুলিশ তৎপরতা চালাচ্ছে বলে জানান জালালাবাদ থানার ওসি অকিল উদ্দিন আহম্মদ।