সুনামগঞ্জে তিন যমজ শিশুর জন্ম!
প্রকাশিত হয়েছে : ১৩ ফেব্রুয়ারি ২০২০, ১:২০ অপরাহ্ণ
সুরমা নিউজ:
দক্ষিণ সুনামগঞ্জে পশ্চিম বীরগাঁও ইউনিয়নের ঠাকুরভোগ গ্রামে ৩ যমজ সন্তানের জন্ম হয়েছে। ঠাকুরভোগ গ্রামের এক ক্ষুদ্র মুদির দোকানী পরিবারে এই তিন সন্তানের জন্ম হয়। যমজ সন্তানদের পিতা গ্রামের আব্দুল কাইয়ূম ।
জানা যায়, আব্দুল কাইয়ূমের স্ত্রী নাজমা বেগম ৪র্থ বারের ন্যায় সন্তানসম্ভবা ছিলেন। বুধবার ভোর স্বাভাবিক ১ সন্তান প্রসব করেন তিনি। পরে শারীরিক অবস্থা অবনতি হলে তাকে সুনামগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসলে আরো দুই যমজ সন্তানের প্রসব করেন তিনি।
৩ যমজ সন্তানের প্রসব করায় অধিক রক্তকরণ হয়েছে নাজমা বেগমের। তাঁর অবস্থা আশঙ্কাজনক অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন কর্তব্যরত ডাক্তার।