সিলেটে অপরাধ কর্মে ‘ভয়ঙ্কর’ চক্র
প্রকাশিত হয়েছে : ১৩ ফেব্রুয়ারি ২০২০, ১২:৪২ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
সিলেট নগরীতে অপরাধ কর্মে জড়িয়ে পড়েছে ‘ভয়ঙ্কর’ একটি চক্র। এ চক্রের সবাই নিষিদ্ধ ঘোষিত সর্বহারা দলের সদস্য। ছিনতাই, মাদক ব্যবসাসহ নানা অপরাধ কর্মকাণ্ডে সক্রিয় তারা।
এ চক্রের দলনেতাও সর্বহারা দলের সদস্য। সরকারের সাধারণ ক্ষমায় সে আত্মসমর্পণ করে,যোগ দেয় আনসার বাহিনীতে। কিন্তু পরবর্তীতে চাকরি ছেড়ে জড়িয়ে পড়েন অপরাধ কর্মকাণ্ডে।
সম্প্রতি দুই সহযোগিসহ ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হাতে ধরা পড়ে এ চক্রের নেতা সর্বহারা দলের সদস্য সারজুল ওরফে বাদশা। তাকে আটকের পর জিজ্ঞাসাবাদে গোয়েন্দা পুলিশকে চাঞ্চল্য এ তথ্য জানায় সর্বহারা দলের সদস্য সারজুল ওরফে বাদশা।
বাদশার তথ্য মতে, তার নেতৃত্বে দেশের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে নিষিদ্ধ ঘোষিত সর্বহারা দলের সদস্যরা সিলেট ও ঢাকা মহানগরীতে ছিনতাইসহ নানা অপরাধে জড়িয়ে পড়েছে। বিশেষ করে এরা মহানগরীর অভিজাত এলাকাকেই ছিনতাইয়ের মোক্ষম জায়গা হিসেবে বেছে নিয়েছে। পাশাপাশি বিক্রি করছে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য। গত দুই বছর ধরে চক্রটি ছিনতাই ও ইয়াবা ব্যবসা নির্বিঘ্নে চালিয়ে গেলেও তাদের আইনশৃঙ্খলা বাহিনীর মুখোমুখি হতে হয়নি।
গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, সম্প্রতি রাজধানীর উত্তরায় প্রকাশ্য দিবালোকে রিকশাযাত্রী এক স্কুল শিক্ষিকার ভ্যানিটি ব্যাগ (যাতে ছিল টাকা ও মোবাইল ফোন), স্বর্ণের চেইন ও হাতের বালা ছিনতাই করে। আর কাজটি করে মাত্র ৩৪ সেকেন্ডে। আর এ ঘটনা ঘটনাস্থলের কোনো এক ভবনের সিসি ক্যামেরায় ধরা পড়ে।
এরপর ওই ভবন মালিক সিসিটিভিতে ধারণ করা ফুটেজটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করেন। সঙ্গে সঙ্গে এটি ভাইরাল হয়।
টনক নড়ে আইনশৃঙ্খলা বাহিনীর। আর ঘটনার তিন সপ্তাহের মধ্যে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তর বিভাগের একটি টিম এ চক্রের দলনেতা সারজুল ওরফে বাদশাসহ তিন জনকে ঢাকা ও মুন্সীগঞ্জ থেকে গ্রেফতার করে।
এ ব্যাপারে মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (উত্তর) মশিউর রহমান বলেন, গ্রেফতারকৃত সারজুল ওরফে বাদশা জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তার নেতৃত্বে রাজধানী ও সিলেটের অভিজাত এলাকায় ছিনতাইচক্র গড়ে উঠেছে। তার গ্রামের বাড়ি ঝিনাইদহের বলিভদ্রপুর। এক সময় ছিলেন সর্বহারা দলের সদস্য। পরবর্তীতে সরকারের সাধারণ ক্ষমায় আত্মসমর্পণ করেন। এরপর যোগ দেন আনসার বাহিনীতে। কিন্তু এ চাকরি তার ভালো লাগেনি। পরবর্তীতে জড়িয়ে পড়েন অপরাধ কর্মকাণ্ডে।