বিশ্ব বেতার দিবসে সিলেটে তিন দিনের কর্মসূচী
প্রকাশিত হয়েছে : ১২ ফেব্রুয়ারি ২০২০, ১০:৩১ অপরাহ্ণ
সুরমা নিউজ:
১৩ ফেব্রুয়ারি বিশ্ব বেতার দিবস উদযাপন উপলক্ষে সিলেটে তিন দিনের কর্মসূচী গ্রহণ করা হয়েছে। কর্মসূচীতে রয়েছে আলোকসজ্জা, বর্ণাঢ্য র্যালি, আলোচনা অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতা।
এবারে দিবসটির প্রতিপাদ্য হচ্ছে ‘বেতার ও বৈচিত্র্য’। প্রতিপাদ্যের উপর বিকেল সাড়ে চারটায় একটি বিশেষ আলোচনা অনুষ্ঠান প্রচার করবে। এছাড়া দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হবে।
বাংলাদেশ বেতার, সিলেট কেন্দ্র বিশ্ব বেতার দিবস উপলক্ষে বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের পক্ষ থেকে সকল শিল্পী, কলাকুশলী, গীতিকার, সুরকার, শ্রোতা ও বেতারের অনুষ্ঠানে অংশগ্রহণকারী সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা জানানো হয়েছে।