ওসমানীনগরে তিনটি লাইব্রেরীকে জরিমানা, নিষিদ্ধ নোট বই জব্দ
প্রকাশিত হয়েছে : ৫:৩৬:০১,অপরাহ্ন ১২ ফেব্রুয়ারি ২০২০
ওসমানীনগর প্রতিনিধি:
সিলেটের ওসমানীনগরে অবৈধ নোট বই বিক্রির দায়ে তিনটি লাইব্রেরীকে জরিমানা করা হয়েছে।
আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১২ টার দিকে ভ্রাম্যমান আদালত উপজেলার গোয়ালাবাজার ও তাজপুরে এ অভিযান পরিচালনা করে।
সূত্র জানায়, বুধবার অভিযানে নামেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্টেট মোছা:তাহমিনা আক্তার।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার স্বপন কুমার চক্রবর্তী।
উপজেলার গোয়ালাবাজারের বইঘর ২ হাজার টাকা, তাজপুরের পুথিঘর ৫ শত টাকা ও তাজ লাইব্রেরীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় তিন লাইব্রেরীতে অভিযান চালিয়ে জব্দ করা হয় ৬২৪টি নিষিদ্ধ নোট বই।
ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: তাহমিনা আক্তার বলেন, নোট বই নিষিদ্ধকরণ আইন ১৯৮০ এর আওতায় তিন লাইব্রেরীকে জরিমানা করা হয়েছে ও ৬২৪টি নিষিদ্ধ নোট বই জব্দ করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।