মৌলভীবাজারের ৪ অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান
প্রকাশিত হয়েছে : ১২ ফেব্রুয়ারি ২০২০, ৪:৪৮ অপরাহ্ণ
ফাইল ফটো
সুরমা নিউজ:
অভিযান চালিয়ে মৌলভীবাজারে চারটি অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর।
মঙ্গলবার পরিবেশ অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ইসরাত জাহান পান্নার নেতৃত্বে রাজনগর ও কুলাউড়া উপজেলায় এ অভিযান চালানো হয়।
অভিযানের শুরুতে উপজেলার সদর ইউনিয়নের মুরালী গ্রামে কাজী খন্দকার ব্রিকসে অভিযান চালানো হয়। পরিবেশবান্ধব উপায়ে ইট তৈরি না করায় উক্ত ভাটার চুলা ভেঙে প্রস্তুতকৃত ইট গুড়িয়ে দেয়া হয়।
পরে একই ইউনিয়নের কর্ণিগ্রাম এলাকায় অবস্থিত এস কে ব্রিকস নামে ইট ভাটায় অভিযান চালানো হয়। নিয়ম না মেনে কাঠ পোড়ানো ও পরিবেশবান্ধব চুলা না থাকার অভিযোগে ২০ লাখ টাকা জরিমানা করা হয়। তাৎক্ষণিকভাবে ২ লাখ টাকা আদায় করে বাকি টাকা পরিশোধে সময় দেওয়া হয়।
কুলাউড়া উপজেলার খান ব্রিকসে অভিযান চালিয়ে চুল্লিগুলো গুড়িয়ে দেয়া হয়। এছাড়া এম আর ব্রিকস নামে আরেকটি ইট ভাটায় অভিযান চালিয়ে ভাটার চুলা ভেঙে দেয়া হয়।