ওসমানীনগরে জেএসসি ও পিইসি কৃতকার্য শিক্ষার্থীদের সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ৪:৩২:১১,অপরাহ্ন ১২ ফেব্রুয়ারি ২০২০
ওসমানীনগর প্রতিনিধি:
ওসমানীনগরের গোয়ালাবাজারে জেএসসি ও পিইসি পরীক্ষায় উর্ত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। গত কাল মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ‘সচেতন নাগরিক সমাজ’র ব্যানারে গ্রামতলা গ্রামে বৃহত্তর গ্রামতলার শিক্ষার্থীদের অনুপ্রেরণা যোগাতে এই সংবর্ধনা প্রদান করা হয়।
বৃহত্তর গ্রামতলা ‘সচেতন নাগরিক সমাজ’র সভাপতি রুমেল আহমদের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ তাহমিনা আক্তার। বিশেষ অতিথি ছিলেন গোয়ালাবাজার ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান মানিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার স্বপন কুমার চক্রবর্তী, উপজেলা প্রাথমিক সহকারি শিক্ষা অফিসার দিলিপময় দাশ, উপজেলা উপসহকারি প্রকৌশলী আলমগীর রেজা চৌধুরী।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা হাজী মিয়াফর আলী, গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ শামছুল হক, সাবেক ইউপি সদস্য সাইস্তা মিয়া প্রমূখ।