সুনামগঞ্জে আধা ঘণ্টার ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১২:৫৩:৫৬,অপরাহ্ন ১২ ফেব্রুয়ারি ২০২০
সুরমা নিউজ:
সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল ইউনিয়নের নগদীপুর গ্রামে ছোট ভাইয়ের মৃত্যু শোকে বড় ভাইয়ের মৃত্যু হয়েছে। আধা ঘন্টার ব্যবধানে তারা দুই ভাই মারা যান।
এলাকাবাসী জানান মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে আটটার দিকে ছোট ভাই আখলিস মিয়া বার্ধক্য জনীত কারণে আকস্মিকভাবে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর আধাঘন্টা পর রাত ৯ টার দিকে ছোট ভাইয়ের মৃত্যু শোকে মখলিছ মিয়া (৭০)মারা যান। আধা ঘণ্টার ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ইউপি সদস্য নূর হোসেন জানান, ভাইদের মধ্যে অনন্য সম্পর্ক ছিল। ছোট ভাই আখলিস মিয়া অসুস্থ অবস্থায় সিলেটে মারা যান তার মৃত্যুর খবর পেয়ে বড়ভাই মখলিছ মিয়া নগদীপুর গ্রামের বাড়িতে মারা যান।
জগদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিবলি আহমদ বেগ জানান বার্ধক্য জনিত কারনে ছোট ভাই ও মৃত্যু শোক সইতে না পেরে বড় ভাই মারা যান।