মৌলভীবাজারে দুই লাইব্রেরীকে জরিমানা
প্রকাশিত হয়েছে : ১২:০৯:১৭,অপরাহ্ন ১২ ফেব্রুয়ারি ২০২০
সুরমা নিউজ:
মৌলভীবাজারের কুলাউড়ায় অবৈধ নোটবই ও গাইড বিক্রির দায়ে দুটি লাইব্রেরীকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ভ্রাম্যমান আদালত এ অভিযান পরিচালনা করে।
সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যায় আকস্মিক অভিযানে নামেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্টেট এ টি এম ফরহাদ চৌধুরী। তাকে সহযোগিতা করেন প্রশাসনিক কর্মকর্তাসহ স্থানীয় থানা পুলিশ। শহরের উত্তর বাজারে অবস্থিত মা মনি লাইব্রেরী ও প্রফেসর লাইব্রেরীতে অভিযান চালিয়ে জব্দ করা হয় নিষিদ্ধ গাইড বই। অপরাধ স্বীকার করায় দুই প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম ফরহাদ চৌধুরী বলেন, ‘জেলা প্রশাসকের নির্দেশে অভিযান পরিচালনা করা হয়েছে। নোট বই নিষিদ্ধকরণ আইন ১৯৮০ এর আওতায় দুই লাইব্রেরীকে জরিমানা করা হয়েছে। নোট ও গাইড বই বিক্রি না করার জন্য তাদের নির্দেশ দেয়া হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’