তুরস্ক থেকে গ্রিস যাওয়ার পথে বালাগঞ্জের যুবকের মৃত্যু!
প্রকাশিত হয়েছে : ১:০০:০৩,অপরাহ্ন ১২ ফেব্রুয়ারি ২০২০
সুরমা নিউজ:
স্বপ্নের ইউরোপ যাওয়া হয়নি সিলেটের বালাগঞ্জের যুবক তুরস্ক থেকে গ্রিস যাওয়ার পথে সীমান্ত পাড়ি দেওয়ার সময় দুর্ঘটনায় এনামুল এহসান জায়গীরদার ফয়ছল (৩০) নামের এক যুবক মৃত্যুর খবর পাওয়া গেছে।
নিহত যুবক বালাগঞ্জ উপজেলার বোয়াজুড় ইউনিয়নের রাজাপুর গ্রামের মুহুদ আহমদ জায়গীদারের ছেলে।
নিহতের ভাই রুজেল আহমদ মারা যাওয়ার খবরটি নিশ্চিত করেছেন।
তার মামাতো ভাই রাসেল জানান, গত তিন মাস আগে তিনি তুরস্ক যান। সেখানে ভালোই যাচ্ছিল তার দিন। তিনি আচমকা সিদ্ধান্ত নেন গ্রীস যাওয়ার । তার পরিবারের কেউ জানেন না তিনি গ্রীস যাচ্ছেন। দালালের মাধ্যমে জঙ্গল পাড়ি দিয়ে তুর্কি থেকে গ্রীস যাওয়ার পথে প্রচন্ড ঠান্ডায় তিনি মারা যান। তার সাথে থাকা আরো তিনজন ছিলেন। তারা দালালকে লুকিয়ে ছবি তুলেছেন। কিন্তু এখন আর লাশ পাওয়া যাচ্ছেনা। দালাল উনার লাশ এখানে রেখে অন্যদের নিয়ে চলে যায়। উনার সাথে থাকা দুইজন লাশের কাছে গেলে দালাল হুমকী দিলে তারাও চলে যেতে বাধ্য হন।
মরহুমের সফর সঙ্গী ও সামাজিক যোগাযোগের মাধ্যমে তুর্কি-গ্রীসের কোন এক সীমান্ত রাস্তার পাশে তার লাশ পড়ে থাকার ছবি দেখে তার মৃত্যুর খবর নিশ্চিত হয়েছেন বলে জানা গেছে।
তবে তার লাশ এখনো পাওয়া যায়নি। এব্যাপারে সংশ্লিষ্ট দূতাবাসের সাথে যোগাযোগ করার সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে।
উল্লেখ্য যে, নিহত ফয়সল প্রায় তিন মাস আগে তুরস্কে যান। সেখান থেকে দালালদের প্ররোচনায় সাম্প্রতিক গ্রীস যাওয়ার পথে জঙ্গল পাড়ি দিয়ে গিয়ে প্রচন্ড ঠান্ডায় তার মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।