নগরীতে উন্নয়নের নামে ভোগান্তি: ৫ মিনিটের পথে লাগে ১ ঘন্টা
প্রকাশিত হয়েছে : ১১ ফেব্রুয়ারি ২০২০, ১০:২২ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সিলেট নগরীতে উন্নয়নের নামে ভোগান্তির শেষ নেই নগরবাসীর। পুরো নগরজুড়ে চলছে খুড়াখুড়ির কাজ। এতে করে পুরো নগরীতে একটা হ-য-ব-র-ল অবস্থা। একই রাস্তা একবার রাস্তা খোঁড়া হচ্ছে ড্রেনের জন্য, আরেকবার খোঁড়া হচ্ছে বিদ্যুতের জন্য, এরপর পানির জন্য। এমন সমন্বয়হীন কাজের ফলে নগরবাসীর জীবনে বেড়েছে ভোগান্তি। সেই ভোগান্তি কবে লাঘব হবে সেই হিসেব কেউ দিতে পারছেন না, দেয়ার ক্ষমতাও নেই।
নগরীর জিন্দাবাজারে মাস খানেক আগে হয়েছে ড্রেনের কাজ, বর্তমানেও চলছে। এই ড্রেনের কাজ শেষ হতে না হতে আবারও চলছে খুড়াখুড়ি বিদ্যুৎ লাইনের কাজ। মার্কেটের সামনে দীর্ঘদিন থেকে খুড়াখুড়ির ফলে ব্যবসা বানিজ্যে চরম ক্ষতিগ্রস্থ হচ্ছেন ব্যবসায়ীরা। জিন্দাবাজার থেকে নাইরওপুর সড়ক বন্ধ রয়েছে। হঠাৎ করেই জিন্দাবাজার পয়েন্টে ও বারুতখানায় কালর্ভাট নির্মানের জন্য রাস্তা বন্ধ করে দেওয়া হয়। যার ফলে ব্যবসায়ী সহ স্থানীয় বাসিন্দারা চরম ভোগান্তি রয়েছেন।
নগরীর নতুন ব্রীজের পাশে চলছে রাস্তা সংস্কারের কাজ। রোজ ভিউ থেকে হুমায়ূন রশিদ চত্তরে যেতে ৫ মিনিটের রাস্তায় সময় লাগে ১ ঘন্টা। সংস্কারের ফলে রাস্তা সরু হয়ে পড়েছে। গাড়ি চলাচলে দেখা দেয় তীব্র যানজট। তাছাড়া ট্রাফিক পুলিশের দায়িত্ব অবহেলা। এসব কারনে ওই রাস্তায় যান চলাচলে তীব্র ভোগান্তিতে পড়তে যাত্রীদের।
এলাকার বাসিন্দা রাহেল আহমদ বলেন, এই সড়কটি চলাচলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সংষ্কার কাজের ফলে রাস্তায় যান চলাচল দূরুহ হয়ে পড়েছে। তীব্র যানজট লেগে থাকে। রাতের বেলা সংস্কার কাজ হলে অনেকটা ভোগান্তি থেকে রেহাই পেত জনগণ।
এছাড়াও নগরীর শিবগঞ্জ, মিরাবাজার, কাজলশাহ, ওসমানী মেডিকেল রোড সহ বিভিন্ন স্থানে এভাবে অপরিকল্পিত নগরায়নের ফলে নগরবাসীকে ভোগান্তি দেওয়া হচ্ছে।