চুনারুঘাটে ভারতীয় গাঁজাসহ মাদক কারবারি আটক
প্রকাশিত হয়েছে : ৮:৫৮:৩৮,অপরাহ্ন ১১ ফেব্রুয়ারি ২০২০
সুরমা নিউজ:
হবিগঞ্জের চুনারুঘাটে ভারতীয় গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় তাকে আটক করা হয়।
আটক মাদককারবীর উপজেলার দক্ষিন ছয়শ্রী গ্রামের জহুর হোসেনের ছেলে জালাল মিয়া (২৫)।
পুলিশ জানায়, চুনারুঘাট থানার দারগা আলী আজহারের নেতৃত্বে এক দল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ধলাইপাড় স মিল এলাকায় অভিযান চালিয়ে ৩ কেজি গাজাসহ জালাল মিয়াকে আটক করে।
চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ শেখ নাজমুল হক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।