সিলেটে ভালবাসা দিবসের ফটোশ্যুট
প্রকাশিত হয়েছে : ৬:৪৫:২৭,অপরাহ্ন ১১ ফেব্রুয়ারি ২০২০
বিনোদন রিপোর্টার:
আগের দিন পয়লা ফাল্গুন। পরের দিন ভালোবাসা দিবস। পরপর দুই দিন নগরে দেখা যেত তারুণ্যের উদ্যাপন। এবার বসন্তের প্রথম দিন আর ভালোবাসা দিবস একই দিনে, ১৪ ফেব্রুয়ারি। সাজে থাকুক বসন্তবরণের ছোঁয়া আর ভালোবাসার রং।
উৎসব ছিল পরপর দুই দিন। শহরের অলিগলি সব ছেয়ে যেত হলুদ রঙে।
১ ফাল্গুন,খ্রিষ্টীয় বর্ষপঞ্জির হিসাবে ১৩ ফেব্রুয়ারি, বসন্তবরণের প্রথম দিন। পরদিনই রং পাল্টে যেত। হাতে লাল গোলাপ। পোশাকেও লাল-নীলের প্রাধান্য। ভালোবাসার দিন বলে কথা, ১৪ ফেব্রুয়ারি—ভ্যালেন্টাইনস ডে। এবার বসন্তবরণ ও ভালোবাসা দিবস ঘটা করে পালন করা হবে এক দিনেই—১৪ ফেব্রুয়ারি। আনন্দ যখন দ্বিগুণ, সেটা স্বাভাবিকভাবেই প্রকাশ পাবে সাজপোশাকে, অনুভবে।
সিলেটের রানওয়ে ম্যানিয়াক মডেল এজেন্সি আয়োজন করেছে ভালবাসা দিবস ১৪ ফেব্রুয়ারী ২০২০ এর ফটোশ্যুট। এইচ ডি ইমন এর ডিরেকশনে এতে মডেল হিসেবে ছিলেন কামরুল,মাহফুজ,মেহের,জুতী। আতিক আনন্দ’র ক্যামেরার ক্লিকে ফুটে ওঠে ভালবাসা দিবস।
জুয়েলারি: সিলেট জড়োয়া হাউস
পোশাক: শাহনাজ ফ্যাশন/ বিন্দু ম্যানর্স ফ্যাশন
মেকভার: রাজিব দাস