নগরীর নয়াসড়ক পয়েন্ট থেকে গাঁজাসহ ওসমানীনগরের যুবক আটক
প্রকাশিত হয়েছে : ৬:১৬:৪৪,অপরাহ্ন ১১ ফেব্রুয়ারি ২০২০
সুরমা নিউজ:
সিলেট নগরীর নয়াসড়ক পয়েন্ট থেকে গাঁজাসহ হুমায়ুন আহমদ রাজু (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
আটককৃত হুমায়ুন আহমদ রাজু (২০) সিলেটের ওসমানীনগর উপজেলার বুরুঙ্গা গ্রামের দৌলত মিয়ার ছেলে।
পুলিশ জানায়, মঙ্গলবার ভোরে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সেলিম মিঞার দিক নির্দেশনায় এসআই (নিরস্ত্র) বিমল চন্দ্র দে ফোর্স নিয়ে নয়াসড়ক পয়েন্ট থেকে ১০০ গ্রাম গাঁজাসহ রাজুকে আটক করা হয়।
আটককৃত আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।